বিনোদন ডেস্ক
18 আগস্ট ২018, শনিবার
প্রকাশিত: 2:17

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তানজিল আলমের কোরিওগ্রাফিতে বিটিভির ঈদের অনুষ্ঠান আনন্দমেলায় পারফর্ম করবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া.
বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে সম্প্রতি অনুষ্ঠানটির রেকর্ডিং হয়েছে বলে জানিয়েছেন তানজিল.
ফারিয়া বলেন, তানজিল ভাইয়ের কোরিওগ্রাফিতে ভিন্ ধারার সৃজনশীল কিছু থাকে. এবার আমার পারফর্মেন্সে চমক থাকবে.
তানজিল বলেন, ফারিয়া অসাধারণ একজন শিল্পী, তাকে নিয়ে কাজ করতে বরাবরই ভালো লাগে. যে কোনো আকষর্ণীয় নাচের কোরিওগ্রাফিতে পারফর্মেন্স করতে নুসরাত ফারিয়ার জুড়ি নেই.
মাহফুজার রহমান রিপনের নির্দেশনা ও প্রযোজনায় এবারের আনন্দমেলায় আরও অংশ নিচ্ছেন আইয়ূব বাচ্চু, শওকত আলী ইমন, বালাম, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, কোনাল, কনাসহ অনেকে. উপস্থাপনায় আছেন ফেরদৌস ও পূর্ণিমা.
ঈদের দিন রাত 10 টার ইংরেজি সংবাদের পর আনন্দমেলা দেখানো হবে.
ব্রেকিংনিউজ / এমজি
Source link